ভাবতেছি ঘুমাব
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
ভাবতেছি ঘুমাবো,
ঘুম আসে না চোখে,
ভাবতেছি কবিতা লেখবো,
শব্দ আসে না মনে।
আচ্ছা ঘুমের কথা ভাবার কি আছে"?
কবিতা লেখার কি আছে?
লেখতেই হবে কেন?
এসব লেখা কি আসবে কাজে?
কার কাজে আসবে?
ঘুম তো আসে না ।
একটা ঘুম পারানি গান শুনাবে প্রিয়া?
ঘুম পারানি প্রিয়া তো নেই।
কোথায় খুঁজবো তাকে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।