ছড়া
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

ছড়া লিখিতে লিখিতে,
রান্না হয়ে গেল মার ডালের বরা ।


খুকি হেসে ,
খাচ্ছে পেট ঠেসে,
কত মজা খুকির প্রিয় খাদ্য,
মনের মাঝে বাজাচ্ছে কেও বাদ্য ।


খুকি নাচে,
খোকা নাচে।
নাচে তাদের মন ।


ছড়াতো লেখা হল না ।
কি হবে এখন?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৯-০৩-২০১৭ ১০:২৮ মিঃ

ধন্যবাদ কবি

১৭-০৩-২০১৭ ২৩:১১ মিঃ

আপনি অনেক কল্পনা করতে পারেন