মুক্ত থাকতে চাই কি?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

মুক্ত থাকতে চাই কি?
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন


মুক্তি কে দিবে?
তুমি কি মুক্তি দাতা?


তোমার কাছে কিছু চাই না নারী।
কি দিবে তুমি?
কি আছে তোমার কাছে?



আমিও তোমাকে কিছু দিতে যাইনি।
আমি তো বলেছি ।
আমি মানুষ ,
দেবতা বা পশু না ।
আমার কাছে অহংকার নেই ।
দেয়ার মত ভান্ডার নেই।




তুমি সুকে থাকো।
নিজেকে নিয়ে ,
এ পৃথিবীকে ভোগ করে।
যত পারো ভোগ দখল করো।


আমার কাছে এসো না ।
আমাকে নিয়ে,আমার মত বাচতে দাও।
আমি তোমার কাছে মুক্তি চাই না ।
মুক্তি আমাকে প্রকৃত মালিকেই দিবে।


তুমি মুক্তি দেওয়ার কে?
আমি মুক্ত হওয়ার কে?
কি আছে মোর ক্ষমতা ?
এই পৃথিবীতে আমি এক সাধারণ জনতা


আমি তোমার দয়া চাই কি?
না চেয়েছি তোমাদের অনুগ্রহ?
পথে ঘাটে তোমরা কত পোশাকে থাকো,
কখনো জালাতন করিনি ।
বলতে যাইনি কোন কথা ।

আমি সেসব নিয়ে ভাবিনা।
ভাবতে আমার ইচ্ছা হয়নি কোনদিন।


তাই আমাকে আমার মত থাকতে দাও।
তোমার রাস্তায় তুমি হেটে যাও।
সে রাস্তাতে কাটা ফেলে রাখিনি আমি ।
রাখিনি কোন গভীর কূপ খনন করে।


তুমি ছেলেদের পোশাকে দেখতে কেমন
কেমন দেখতে লাগবে মেয়েলি পোশাকে,
এসব নিয়ে ভাবেনা এই মন।

কেমন তুমি বাঙ্গালি হতে চাও।
কেন হতে চাও পশ্চিমা রমনী।
সেসব চিন্তা করে সময় নষ্ট করিনা আমি


তুমি তোমার রাস্তা দেখো।
আমাকে সহজ পথে চলতে দাও।

আমি বলিনা কোনদিন।
তুমি আমার পথের বাধা।
কেন সৃষ্টি করো ধাঁধা?


এসব প্রশ্নের উত্তর নাই জানি।
তাই কোনদিন করিনি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।