আমি কবি হতে চাই না
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

আমি কবি হতে চাই না
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন




আমি কবি হতে চাই না।
জনপ্রিয় হওয়ার ইচ্ছা নাই।


জনপ্রিয় হতে যদি চাইতাম
তবে রাজনীতি করতাম।
মিছিল ,মিটিং করতাম।
কারনে ,অকারনে হরতাল ডাকতাম


ভাষণ দিতাম জনগনের মাঝে।
জনগনের মন জয় করতাম।
পাশে থাকি আর না থাকি ,

ভাই হতাম সবার রক্ত বিক্রি করে।
সবার টাকা আমার পকেটে ঠিকই ভরতাম।


আমি কবিও হতে চাই না ।
রাজনীতিও আমার পেশা নয়।


আমার কবিতা ,
আমার পাগলের মতো কথা ।
তোমার ভাল লাগুক আর না লাগুক।
তাতে কি আসে যায়।


আমি আমার মনে কথা বলে যাবো।
বিদ্রোহ করে যাবো অনিয়মের বিরুদ্ধে।
এই কথা কেউ বন্ধ করতে পারবে না।

তুমি জানো না ?
আমাদের নেতা কি বলেছিল,
বঙ্গবন্ধু শেখ মুজিবের বাণী নেই মনে?
বাঙ্গালিদের কেউ দাবিয়ে রাখতে পারবে না


আমাদের তোমরা দাবিয়ে রাখতে পারবে না
আমরা পরাজিত হতে জানিনা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।