কাক ই কোকিল
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

কাক ই কোকিল
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন

একটি কাক , উড়ে গেছে কাকেদের ভিরে
রেখে গেছে চিহ্ন এই শহরের ।

এইখানে আর সেই পাখিদের ডাকে ঘুম ভাঙ্গে না।
ঘুম ভাঙ্গে কাকেদের কা কা কা শব্দে।

এই আমার ঢাকা ,
ময়লার ডাস্টবিনে কাকের কা কা কা ।
এই শহরে কাকেদের মনে শান্তির শেষ নেই।
এইখানে যে কাকেরাই কোকিল।
কাকেরাই ঘুম জাগানো পাখি ।
ঘুম পারানি পাখি ।
শিশুর প্রিয় ময়না ।


প্রবাদ প্রবচন এখানে তেমন খাটে না।
চারদিকে তাহাদের ই আস্তানা ।

এাখানে কেহ বলেনা ,
কোকিলের ডাক শুনবো।

কাকের ডাকে খুকা খুকিরা জাগে।
জন্ম হতেই তাদের ডাক শুনে আগে
মেডিকেলের সামনে যে তাদের ই আস্তানা।

ময়লার ডাস্টবিনের পাশে নাক চেপে ।
বিদ্যালয়ে যায় ছোট ছোট শিশু গুলি।
এখানে ফুলের ঘ্রাণের জন্য কেউ পাগল নয়।
ঘ্রাণ তো ফ্রিতেই পাওয়া যায়।


এখানে লেক গুলো পরিনত হয়েছে বাড়িঘরে
রাস্তাতে নাকি মাছ পাওয়া যায়।।
শহরের জাতীয় পাখি কাক।
গানের পাখিও কাক।
কাকেদের এখানে আলাদা রাজত্ব।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।