প্রেম
- প্রবীর রায় - আহ্বান

সৃষ্টি ধরা,দেবতার গড়া
মানুষ হল তুচ্ছ
চলছে এগিয়ে,শতাব্দী পেরিয়ে
সংসার একগুচ্ছ
জীব- জর,রবি- শশী, গ্রহ- তারা মিলে
প্রেম- আদর,সুখ- দুঃখ,তারি ছলে চলে
একে- অন্যে,উজ্জল- লাবণ্যে,এযে মায়ার জল
সবে মিলে,গগন নিলে,জল পরিদের দল
গাছে- গাছে,সবুজ ঘাসে,ফলেছে সোনার বরণ ফসল
অগুনিত ভিরের মাঝে,পশু- পক্ষীর কল
কোলাহল ঘরে- ঘরে,রাগ- অনুরাগ বটে
জল ছানাদের,মজার মেলা,সরবো বিলের তটে
হিংসা যেন যৎ সামান্য,প্রেমে পাগল লোক
আপন সবাই,আপন মোদের,ছায়না দুঃখের শোক
এসব মূক প্রাণী আর সরবো ধরার প্রেম
যুগে-যুগে কাটিবে কাল,ঘুঁচিবে গ্লানির ভ্রম।
প্রেম বিলোতে শেখ তবেই তুমি প্রেম পাবে
প্রেমহীন জীবন জুরে ব্যথার ছায়া ছাবে
হাসি- খুশি জীবন পথে প্রেম হল যে অমৃত
তারি ছোয়াতে বিপদ পেরোবে, জীবিত হবে মৃত।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

২৬-০৭-২০১৯ ১২:৪১ মিঃ

Nice

২৪-০৩-২০১৭ ২১:৪৮ মিঃ

কবি আজ আছে কাল নেই,কবিতা ও প্রেম আজীবন রয়ে
যাবে মানুষের অন্তরে।যেমন বিখ্যাত কবিগন বিরাজমান
সকলের হৃদয়ে

২৪-০৩-২০১৭ ২১:৪২ মিঃ

কবি আজ আছে কাল নেই,কবিতা ও প্রেম আজীবন রয়ে
যাবে মানুষের অন্তরে।যেমন বিখ্যাত কবিগন বিরাজমান
সকলের হৃদয়ে