রক্তে ভেজা অতীত
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

রক্তে ভেজা অতীত
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন


এখন অনেক রাত,
রাতে এখন বিছানাতে শুয়ে শান্তিতে
শুয়ে আছি স্বাধীন ভাবে।


আজকে আমার এই স্বাধীনতা ,
কি করে এলো?
আজ মোরা কত সুখে ।


কেউ তো আক্রমন করেনি রাতে,
রাত কাটাতে হচ্ছেনা জঙ্গলে।
থাকতে হচ্ছেনা পুকুরের পানিতে গলা ডুবিয়ে।

চোখের সামনে মরছে না মা বোন,
কেউ হচ্ছেনা অত্যাচারীত ।



কত শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি এই স্বাধীনতা।
একাত্তরে শহীদ হয়েছে তোমার আমার স্বাধীনতার জন্য।
আমাদের মুক্তিরজন্য


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।