সেই যে ছিল কবি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
সেই যে ছিল পল্লীগাঁয়ের,
অজানা এক কবি ,
গান গাইতো নিজেই লিখে,
ভাটিয়ালি ,মরমী ,মারফতি,
সেই যে ছিল বড্ড পাগল।
ছিল না ঘর ,সংসার।
গান গেয়ে চলতো দিনরাত ,
চিন্তা করতো না কি করে আসবে খাবার।
কি করে চলবে দিবস,
কি করে কাটবে রাত ।
সেই সব নিয়ে ছিল না মাথা ব্যাথা ।
হাতের কাছে পেলে এক মুঠো ভাত।
গানের গলা ছিলো যেমন।
কথা ও সুর কোকিল যেমন।
গান তো নয় যেন মাতাল হাওয়া।
সব কাজেই তাকে যেত পাওয়া।
অজানা প্রতিভা ,অচেনাই রয়ে গেল।
তাহার গলে মাল্য নাহি এল।
কেহ না জানিল ,কেহ না শুনিল।
কেহ না বুঝিল তাহার কবিতা।
তাহার গান ,
মিশে গেল এই বাতাসে,
এই বিশাল নীল আকাশে।
কদর করিলনা কেহ।
বুঝিল না শীল্পির গুন।
এখন কত যন্ত্র মানব পাচ্ছে গায়কের সম্মান।
না আছে গান ,না আছে গুন।
চারদিকে যেনো জালিয়ে দিচ্ছে আগুন।
রংমাখা রূপের আগুন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।