মিথ্যা সব কথা ও যুক্তি
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
মিথ্যা সব কথা ও যুক্তি
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন
মিথ্যা সব কথা ও যুক্তি ।
দেখতে মনে হয় এটাই খাটি।
সত্য থেকে মিথ্যাকে করতে পারিনি আলাদা।
দাড়িয়ে আছে সামনে ,
পাহাড়ের মত বড়।
রক্তে মাখা যুক্তি।
মিথ্যা যুক্তি ।
দিবে কি মুক্তি?
দিবে কি সঠিক পথের সন্ধান?
আমরা তো সত্য ছেরে
উঠে বসেছি মিথ্যার ঘারে।
সে তো চলছে ,দৌরের গতিতে হাটছে।
হাটছে তার নিজের পথে।
আমাদেরকে নিয়ে সাথে।
কত রকম মিথ্যা ,
সপথের মত বলছে তারা।
আমাদের বোকা বানিয়ে।
আমরা জেনেও না জানার অভিনয় করে।
বেচে আছি শত বছর হল।
এর পর কত মিথ্যার রাজা।
জন্ম নিল এই ধরাতে।
কত কবি , নেতা ,ভাষক ।
কত মিথ্যার ঘোসক ।
কত জন্ম খোরা ।
এল এই যুক্তির জগতে।
আমাদের নিয়ে খেলা করে গেল।
আমাদের জীবন নিয়ে করল খেলা।।
মরন খেলা করল তারা ।
আমরা ঘুমিয়ে থাকলাম চীরকাল,
জেগে উঠার ইচ্ছা হলনা।
আমাদের জীবন তাদের কাছে পুতুলের মত।
পুতুল খেলা শেষে ,
ভাঙছে তারা ঘর ইচ্ছামত।
আমাদের শিখাচ্ছে মিথ্যা আছে যত।
যত আছে মিথ্যা যুক্তি।
আমাদের হল না মিথ্যা থেকে মুক্তি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।