তোমাকে ভালবেসে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

তোমাকে ভালবেসে .
দেখেছি কত পথ ,
কত এই কলেজের চত্বরে হেটেছি পিছু পিছু।


হাটতে হাটতে ,
দেখেছি কত ছাত্র নেতা।
ছেলেও ছাত্র বাবাও ছাত্র ।
একসাথে তারা মিছিল করে।
খেয়েছে দশের মাথা।



দেখেছি এই কলেজের মাঠে ।
কত বক্তা ,
ভাষণ দিয়ে কত ক্ষয় করেছে মঞ্চের তক্তা।
দেখেছি বয়স্ক কাকুরাও ছাত্র নেতা হয়।


তুমি তো ধরা দিলে না।
ঐসব নেতাদের মত কথা দিলে ।
আশা দিলে বার বার।
বললে দেখা হবে আবার।


দেখা হল না কোনদিন।
তুমিও রাজনীতি শুরু করলে?





তুমিও ভাইনীতি ,পেটনীতি নিয়ম করলে প্রদর্শন?
যেমন এই কলেজের ভাইগুলো করে।
টাকার পিছনে ছুটে সারাদিন।
টাকা থাকলে সবার ভাই হওয়া যায়।
পেট বাচলে পিঠের নাম।
বল ভাই ভাই ,
আমরা ভাইয়ের সৈনিক।



যেখানে পাওয়া যায় টাকা ।
তার সামনেই আওয়াজ উঠে ফাঁকা
ভাই আমার জান।
ভাইয়ের জন্য দিতে পারি প্রাণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।