লিলা খেলা দেখেছি অনেক
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

খেলা দেখেছি,
বানর খেলা ,হনুমানের নাচ,
দেখেছি কলা দেখিয়ে কেমন করে।
ধোকা দেয় খেলোয়ার।




দেখেছি সবজি ক্ষেতের পোকা দমনে--
সেক্স ফেরোমন ফাঁদ |
লোভ দেখিয়ে পোকাকে আকর্ষণ।



আজ জনগন সেই ফাদে ফেসেছে।
দূরে তার চাহিদা পূরনের অঙ্গিকার ।
পেয়ে যাবে সেই অধিকার ।
এই দেখে দেয় এক ঝাপ,
জীবন বাজি রেখে দেয় এক লাফ।



আজকের এই নগর সভ্যতাতে।
মানুষ মরছে দেখো পথে পথে।
মরছে তাদের চাওয়া পাওয়া ,
মরছে তাদের লোভ লালসা।




মানুষ কি চেয়েছিল।
আজ কি পেলো?
বাঘের হাত থেকে মুরগি শিয়ালের হাতে পরিলো
মরিলো সে ধোকা খেয়ে মরিলো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।