তুমি কি জানো না?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন
আরো একবার না হয় মরিবো,
দেশের তরে না হয় জীবন দিবো।
কেন ভয় পাও হে কবি?
কেন ভয়ে কাপে তোমার বুক?
জানো না কত নীরিহ মানুষ মরল একাত্তরে?
কত মানুষ ঘুমের পর ,
জাগতে পারেনি ,
দেখতে পারেনি সকাল ।
একাত্তরের কালো রাতে।
তুমি তো এখনো সুখে আছো।
দেশের সম্পদ ভোগ করছো,
দেশের জন্য কিছু কর।
কেউ তো সেদিন ,
কুকুরের মত মরেছে।
রাতের অন্ধকারে লাশ খেয়েছে শকুনে।
তুমি কি জানো না?
কত মানুষের লাশ হয়নি দাফন,
পায়নি সে কবর ,
না তাদের লাশ নিয়েছে কেউ শসানে।
রাস্তার ধারে , পানিতে ভেসে গেছে।
মরনের পরেও মিলল না অধিকার।
তুমি কি দেখোনি?
কত মানুষ মরলো সে রাতে।
শকুনের হিংস্র আক্রমনে।
হায়েনারা কাওকে করেনি মাফ।
তুমি কি জানো না?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৬-০৩-২০১৭ ১৯:৪০ মিঃ
জানো না কত নীরিহ মানুষ মরল একাত্তরে?
কত মানুষ ঘুমের পর ,
জাগতে পারেনি ,
দেখতে পারেনি সকাল ।
একাত্তরের কালো রাতে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।