এই আমাকে চিনতে পেরেছো?
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন

এই আমাকে চিনতে পেরেছো?
- মোঃআব্দুল্লাহ্ আল মামুন


এই আমি যুগে যুগে দিনকে যুগ করেছি,
এই আমি প্রতিটা সেকেন্ডকে গড়েছি।
আমার পথ চলার মাধ্যমে।
আমার সময়কে চালিত করে।
এই আমার রক্ত দিয়ে ,ঘাম দিয়ে।

গড়েছি কত সভ্যতা ,
কত সভ্য অসভ্য যুগ "দেখেছি এই আমি ।
কত নগর ,গ্রাম ,দেখেছি


আমারি রক্ত মিশে আছে ,
এই রাজপথে ,দালানে,
এই ইট পাথরের শহরে।


তুমি কি আমাকে ভুলে গেলে?
তুমিও আমার মতই ।
আমি তো তোমারই প্রতিচ্ছবি।



হে শাসকের দল ,
চিনতে পেরেছো কি আমাকে?
আমি তো যুগের কারিগর ।
এই শহরের প্রতিটা ইট ,পাথর ।
আমার ঘামে ,রক্তে ভেজা।

আমি তো এই সভ্যতার একজন জনতা।
শ্রমিক আমি ,কামার ,কূমার , মুচি।

কত দিন গেলো
কত রাত পোহালো।
নগর সভ্যতা থেকে দেশ হল ।
কত শাসক মরে ভুত হল।


কত শোসক এল এই দেশে ,
কত নামে হল পরিবর্তন ।
এই দেশের কত নামে রূপ নিল।
তোমরাই রয়ে গেলে ।


দেশ, গুলোকে ভোগ করতে।

কোনদিন কি আমাদের খোঁজ নিয়েছ?
আমার কি খবর?
কোন দিন এই আমার গৃহে ,
এসে দেখেছ কি? কেমন আছি আমি।



কত আন্দোলনে ,মিছিলে, যুদ্ধে
শহীদ হলেম এই আমি ।
যুদ্ধে ,মিছিলে তোমরা আমাদের করেছো ব্যবহার
আমরাই ছিলাম মিছিলের আগে।
পুলিশের গুলির সামনে।
বেয়নেটের আঘাত আমারই শরীর করেছে ক্ষত বিক্ষত



দেশ হল নতুন নতুন করে স্বাধীন ।
সেই স্বাধীন রাষ্ট্রতেও তোমরা আবার আসলে।
নতুন মুখোস পরিহিত শাসক।
শোসন করলে এই আমাকে।
এই আমাদের সম্পদ করলে ভোগ।


শাসক তোমরা কত দিন থাকতে চাও?
আর কবে যাবে?
কখন নিজেকে আমাদের একজন ভাবতে শিখবে?
নিজেকে আমার মত ভাবতে শিখবে?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৩-০৪-২০১৭ ২৩:৩৯ মিঃ

এই আমি যুগে যুগে দিনকে যুগ করেছি,
এই আমি প্রতিটা সেকেন্ডকে গড়েছি।
আমার পথ চলার মাধ্যমে।
আমার সময়কে চালিত করে।
এই আমার রক্ত দিয়ে ,ঘাম দিয়ে।