জোনাকী
- আবরার আকিব
অন্ধকারে এক জোনাকী তীব্র করুন স্বরে ডাকছে আমায়,
আমি সাড়া দিচ্ছিনা,
এবার সে চিৎকার করে ডাকছে আমায়,
আমি এবার ও শুনেও না শুনার ভান করে
আছি ।
মোহনীয় সঙ্গীতে বারবার সে ডাকছে আমায়,
এবার আমি কী সাড়া না দিয়ে পারি!
এই যে জোনাকী এমন করে ডাকিস কেনরে...
জানিস না আমি কত ব্যস্ত থাকি।
জোনাকী বললো আমায় হেসে হেসে,
তুমি কেন জোনাকী হলেনা,
জোনাকী হলে যে কত ভাল হতো!
দুজনে পাশাপাশি বসে কত গল্প করতাম।
আঁধারে আলো ছড়াতাম।
আমি যে সেই দিনের অপেক্ষায় রইলাম ।
আমি জোনাকী কে কথা দিলাম,
একদিন তোমার কাছে আমি ফিরে আসবো
তুমি যেমন মাটির গর্তে বাস করো
আমি ও তেমন মাটিতে ছোট্ট একটা ঘর বাধবো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।