সংসার
- প্রবীর রায় - জ্ঞানের প্রদীপ

মানুষ হল হিংসার রাজা
ক্ষমতার অধিকারী
সুযোগ আড়ালে ওঠেন শীর্ষে
চলে ফরমাইশ জারি।
আদম যেদিন পা রেখেছে
ভূমাতার কোলে
চতুর্দিকে সাজো - সাজো রব
শাঁখ- দ্বীপ জলে।
দেব রাজের, রাজসভাতে
অপ্সরা মাতান দরবার
ত্রুটির তরে,সরগো ছারি
হাজির ইভ ভূ দ্বার।
তারি পশ্চাৎ তিলে- তিলে
গড়িল জগৎ সংসার।
জ্ঞান- বুদ্ধি পটু অতি
চাহেনা কভু হার,
যুগ- যুগ পারি দিয়া
চমক মানবতার।
চারি যুগ অতিবাহিত
আগাম দৃষ্টিপানে
জাগরিত নব মানব
সুখ সম্ভাষণে।
উভয় মিলনে,নবদিগন্তে
বাড়িল বংশানুক্রম।
পিতা- মাতা,ভাই- বোন
স্নেহের সম্বোধন।
সোনার সংসার কহেন সবাই
সেকি আসলে তাই?
নারীতে সৃষ্টি,নারীতে পতন
প্রমাণ " মহাভারত,রামায়ন"।
সন্তান লয়ে সুখে কাঁটে
জীবননগর আঙিনায়
পাপের কোটা পূরণ হলে
সংসার মোহ ছারি যাই।
হিংসা জাগলেই যেন মানব
চিন প্রাচীর গাঁথে,
হিংস্র হলেই জীবন পথে
কেউ রয়না সাথে।
জীব- জড়, উদ্ভিদ - প্রাণী
আলো- আাঁধার,প্রেম- গ্লানি
হাসি- কান্না,কষ্ট- সুখ
সংসারে তাই কোটি বুক।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৮-০৩-২০১৭ ২২:২৮ মিঃ

সত্যিই সংসার নারীতে সৃষটি নারীতেই ধংস