ফাল্গুনী
- আমানত উল্লাহ সোহান
ক্যাম্পাসে তোমার সাথে প্রেম হয়েছিলো ফাল্গুনের শুরুতেই
তাই,ভালোবেসে তোমার নাম রেখেছিলাম "ফাল্গুনী" ।
মনে আছে ফাল্গুনী,সেই ফাল্গুনে--
আমার তৃষিত পাঁচটি আঙুল ছুঁয়েছিলো তোমার কপাল ।
আরো অদ্ভুত ব্যাপার এই যে, সেই ফাল্গুনে তোমার কপালে ও ছিলো ফাল্গুনের পলাশ রাঙা টিপ ।
মনে আছে ফাল্গুনী,সেই ফাল্গুনে--
আমার ভালোবাসার হুলুস্থুল পরশে
চুপটি করে তোমার মাথা রেখেছিলে আমার বুকের নিরাপদ আশ্রমে ।
আমি তখন বলেছিলাম,ফাল্গুনী"এই নিরাপদ আশ্রমকে কখনো ভূলোনা গো " ।
তুমি তখন বলেছিলে"ওগো,আমি কখনো কি আমার ভালোবাসার আত্মঘাতী অবহেলা করতে পারি?" ।
তার দশ বছর পরের কথা-
আমি নিয়োগ হলাম সাইপ্রাসের একটা ইন্ঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রধান হিসাবে ।
আরা এরি মাঝে,
কোন এক তুচ্ছ ঘটানা কেন্দ্রীক বিচ্ছেদের বিষ নিলে মৃত্যু হলো ফাল্গুনীর ।
কিন্তু আজো ,রোজ ফাল্গুনে জম্ম নেয়-
আমার ফাল্গুনী,
জম্ম নেয় আমার ফাল্গুনীর ফাল্গুনী স্মৃতি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।