ব্যাকুল প্রেম
- আমানত উল্লাহ সোহান

যুগল চোখে ব্যাকুল করে
আমার মাঝে কি দিয়েছো,
মনের মাঝে মন থাকেনা
সংগোপনে কি নিয়েছো ।

নির্দ্ধিধায় আজ কাছে টেনে
শর্তহীন এই হাত রেখেছো,
যানিনা সই যানিনা সই
আমার মাঝে কি পেয়েছো ॥


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।