শৈল্পিক তাবিজ
- আমানত উল্লাহ সোহান
আঙুল ছুঁতে চায় আঙুল
চোখে ভাসে তুমুল ফাগুন,
তোমার ঐ নিবিড় স্পর্শে
জ্বলে উঠে ঘৃতের আগুন ।
নীল নীল ব্যথা ভরে উঠে
আজ,বর্ধিত নিবিড় প্রেমে,
কিগো এমন শৈল্পিক তাবিজ
এঁটে গেলে প্রেমের ফ্রেমে ॥
17/02/2014
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।