দুখের স্লোগান-পর্ব(06)
- আমানত উল্লাহ সোহান

তবে শুনো বর্ণালী-
অন্তীম আকাশে তোমার ভালোবাসা ছিলো জলন্ত প্রদীপ
আর কুহেলিকার বুকে আমার ভালোবাসা ছিলো শুকনো খড়কুটো ।
তোমার জীবনের চিত্রকাহিনী ছিলো সম্বর্ধনার প্রাপ্তিতে প্রজ্জল ।
আর আমার শব্দহীন চিত্রাকাহিনী ছিলো অসমাপ্তীর প্রাপ্তিতে ঠাসা ।
বর্ণালী,
আমিতো জীবনের মাস্তুলে পেয়েছিলাম পরাজয়ের প্রতিবিম্ব
তুমিতো সেখানে পেয়েছিলে জলন্ত আত্মার জাগরন
তুমি পেয়েছিলে চাঁদের মহিমায় জ্যোৎসনার আলো
আমি পেয়েছি-
মেঘে ঢাকা চাঁদের মহিমায় ঘোর অমনিশার ছোঁয়া
সুখের রঙীন বিনাতে পেয়েছি দুখের রঙিন সুর
আরো পেয়েছি-
রাজতন্ত্রের শোষিত রক্ত চুমু-
আরো শুনতে চাও বর্ণালী-??
মানুষত্যের আলোয় খোজা একটি মানবের কথা??
তবে শুনো বর্নালী--


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।