অসমাপ্ত-১
- শাহরিয়ার মোঃ রায়হান
থাকবো না আর এমন দেশে;যেথায়
সততার হতাশা দেখে
অসৎ সকল উঠে হেসে
মেধার যোগ্যতার হিসেবটা
অর্থের মাপকাঠিতে মাপে!!
থাকবো না আর এমন দেশে; যেথায়
শিক্ষাকে পন্য করে
সেবার নামে ব্যবসা পাঁতে!!
কি হবে এই শিক্ষা নিয়ে
যেখানে মেধার চর্চা বাদ দিয়ে
টাকা কামানোর যন্ত্রগড়ে?????
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।