আমার ঘরের খড় উড়ে যায়
- নাহিদ সরদার

উঠোনে রয়েছে এক কলা ফুল ঝাড়
গোয়ালে একটা গরু খেয়ে যায় ঘাস
সামনে সবুজ মাঠে কৃষকের বধূ
আমরুলি শাখ খোটে।
দোলনায় দোলে নবাগত- যেন কচিপাতা,
কৃষকের মন ছুটে যায় সবুজ ধানের মাঠে,
বাতাসের দরদি দোলায় দোলে অকালের ধান
এবারে বাসন্তী শাড়ি কিনে দেবে
বলেছিল কৃষকের নেচে ওঠা প্রাণ,
আহ্লাদি কৃষাণি বলে,
শাড়ি চাইনেগো মনুুর বাপ,
আমাগো ঘরের খড়কুটা ফেলে দিয়ে টিনের ছাউনি দিও।
এখন নেমেছে চৈত্র মাস তাই সবুজের বুকে ক্ষত,
এবছর ধানফুল ফোটেনি তেমন,
চিটে চিটে ধানে সোনালি গিলেছে- আছে সব যতো।
আকাশ ঘনিয়ে মেঘ বৃষ্টি এলো
মেঘেদের দল ঠ্যালে দমকা বাতাস
কৃষাণি ডাকল,কইগো জলদি কলার পাতা আনো
ঐ দ্যাখো উড়ে যায়
স্বপ্ন উড়ে যায়
নবাগত উড়ে যায়
আমার ঘরের খড় উড়ে যায়।
০৪/০৪/২০১৭
দুপুর : ১:০০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।