কবি
- আনোয়ার হোসেন
আনোয়ার হোসেন
কবি,
তোমাকে সঁপিলাম এ জীবন
তোমারি সাথে রেখো সারাক্ষণ
জীবনে যাহা দিতে পারি আর না পারি
সবই তোমারি ।
কি কথা কইব বল ঘুম ঘোরে স্বপনে
তুমি যে আছ শুধু আমারি মনে।
বল কবি কি আছে মোর কাছে
কি তব প্রয়োজন জীবনে ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।