অসমাপ্ত-২
- শাহরিয়ার মোঃ রায়হান

আজ আমি সুশীল সমাজের প্রতিনিধি
তাই গর্বিত বাঙ্গালী

নব্য দেশপ্রেমের বুলি ছুটিয়ে
সকলের স্বার্থমাঝে সুরসুরি দিয়ে
অর্থে কেনা বিলাসিতা নিয়ে
বুদ্ধিদিপ্ত এক মুখোশ পোরে
পিশাচের ঐ প্রকৃত রপটাকে
আড়াল করতে সফল হয়েছি;

তাই, গর্বিত অট্টহাসি হেসে
প্রথম শ্রেনীর নাগরিক সেজে
বুক ফুলিয়ে সমাজ মাঝে
আদর্শের গান গেয়ে চলেছি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।