বর্বতার হানা
- আমানত উল্লাহ সোহান
আজকাল, সময় থেকে সময়ের আত্মাতে--সূর্যের অনলে--ইতিহাসের প্রথম উৎসে--
কিংবা উত্তরাধিকারের ব্যাখ্যাতে ও
ঘৃণ্য পরশের মতোই ভেসে উঠে ,গায়েবী কালো ছায়া ।
একে একে,পলেস্তারের মতোই খসে পরে সোনালী মাংসগুলো ।
কালের সাক্ষী হয়ে দাড়িয়ে থাকে নিস্তেজ মাটির কংকাল ।
বাতাসের কোলে ভেসে উঠে গন্ধ ভরা চুম্বনের দাগ ।
আর কতো?আর কতো--
গরুর মরা চোখের আইরিস ছিঁড়ে যাবে শকুনের ক্ষ্রীপ্ত নখে ।
মৃত কুকিলের বক্ষে বসবে অদৃশ্য ক্ষুধার্ত হাত ।
কিংবা সূর্য সমাজে জম্ম নিবে নৈরাজ্যের কালো ছায়া ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।