।। 'মামা টাকা'- 'টাকা মামা' ।।
- আহমেদ রুহুল আমিন - ।। 'টাকা মামা' ।। ১৪-০৫-২০২৪

'মামা'দের হাতে ছোঁয়া অভিনব যন্ত্র , নিমেষেই হাওয়া হয় সব 'যাদুমন্ত্র' । অফিস বা আদালতে 'মামা' থাক যেপদে, সময়েই দেখা মেলে আপদে কি -বিপদে । চলনে কী বলনে তার থাকে সদা ভক্তি, হাতে থাকে সবসময় মারফতি শক্তি । লাখ থেকে কোটি টাকা কিংবা হাজারে, 'মামা' থাকে ঘাপটিতে চাকুরির বাজারে । থানা আর কারাগার ডাক্তারী সিরিয়াল, হাসপাতালের সীট হোস্টেলে ফিরি ডাল। পোস্টিং ভাল তথা অফিসের ফাইলে, মামলায় জট বাঁধা জমিজমা- আইলে । বিদেশে পাড়িজমা পাসপোর্ট- ভিসাতে, নগদে কি লাইসেন্স জালজুড়ি মিশাতে । বাসাবাড়ি ঠিকাদারি রাজনীতি সাপোর্টে, সবকিছু ফিকে হয় 'মামা'দের দাপটে । 'মামারা' সবসময় হয় নিঃস্বার্থ, সমাজের 'চাচারা'তো দেখে নিজ স্বার্থ ! 'মামা'দের এক চেহারা ফর্সা বা কালা হোক, এক রং 'টাকা'টাই 'বাপে'দের শালা হোক । স্মরণে কেউ রাখেনা আজ 'মামাদের দুঃখ', এতো কিছু ইজি হয় 'টাকা' নয় মুখ্য '!! সবকাজে 'মামা' ছাড়া আমাদের গতি নেই, দিনকাল বদলালে 'মামা'দের ক্ষতি নেই ।। ------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।