আবার আসছে বৃষ্টি
- অরুণ কারফা
আবার আসছে বৃষ্টি
শুরু হবে নব সৃষ্টি
টাপুর টুপুর নয় ঝমঝম রবে
চতুর্দিক যখন গমগম হবে
শ্যামলিমা দেখে ধানের ক্ষেতের
অশ্রু ঝরবে প্রাণের মেঘের
বড় বড় তরু নোয়ালেই মাথা
সড়গড় হবে সরু সরু পাতা
পবনের সাথে মিলিয়ে তাল
অবনীর দিকে ঝুঁকাবে ডাল
বন্ধ হবে এখন কিছুদিন
অলির বাজানো গুনগুন বীণ
তার তরে ফুল হলেই আকুল
সিক্ত গন্ধ ছড়াবে ব্যাকুল।
এমনি করে সারাদিন খানি
কাটলে আসবে সন্ধ্যারানি
তারে জানাতে সাদর আপ্যায়ন
চাঁদ তারায় না ভরলেও গগন
গুরু গুরু শুনে শঙ্খধ্বনি
কোলা ব্যাং তুলবে উলুধ্বনি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।