ভালোবাসার একটু স্মৃতি
- আমানত উল্লাহ সোহান
ভালোবাসার একটু স্মৃতি
আজ শুধু কি রোদের গুঁড়ো,
ক্ষণিক যেন মিষ্টি বিকেল
ফেরতো আবার দহন পুরো ।
ভালোবাসার একটু স্মৃতি
ধীরে ধীরে ফুটছে আলো,
ফুলের মতোই ফুটছো তুমি
দেখছি আমি নিকষ কালো ।
ভালোবাসার একটু স্মৃতি
ভাঙে যেন পাতাল সিড়ি,
উরন্ত রথ ছুটছে শুধুই
কে যানে ফের আসবে ফিরি ?।
ভালোবাসার একটু স্মৃতি
অনিবার্য গতি নিয়ে ,
একটুকু সুখ একটুকু দুখ
রোজ কেবলি যাচ্ছে দিয় ॥
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।