যদি
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
যদি স্বাধীন দেশেই হারিয়ে ফেলি বাঁচার অধিকার ,
যদি আদৌ হরদম সয়ে যায় নারী, নির্মম অত্যাচার।
যদি মানুষের পদেই পিষ্ট হয় সদা, মজলুম মানবতা,
তবে বায়ান্ন আর একাত্তরে পেলাম, কিসের স্বাধীনতা ?
যদি নব্বই ভাগ আস্তিকের দেশে, চলে নাস্তিক্যবাদী নীতি,
যদি মামলা হামলা চাকুরী বণ্টনে, চলে জগন্ন স্বজন প্রীতি।
যদি শত বিধি বিধান বিলুপ্ত হয় নিমিষেই, নেতার ইশারায়,
তবে কেন সংসদ নামের খেলার মাঠে, মাতো পাশের বাহানায়।।
পর্ব- এক
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।