আল-জেহাদ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

এক আল্লাহ্‌র বান্দা আমি, তাই এক আল্লাহ‌র কথাই বলি,
এক আল্লাহ‌র কুরআন, আদেশ-নিষেধ সবটাই মেনে চলি,
তাইতো করি নামায-রোজা, হজ্জ-যাকাত, করি তিলওয়াত,
করি রাজনীতি, ধর্ম প্রীতি, করি দ্বীনের তালিম ও দাওয়াত।

তোমরা যারা কিছু কর, কিছু ছাড়, কর চরম বিরোধিতা
বল, কে তোমাদের আল্লাহ‌ রাসুল(স)কে তোমাদের পিতা,
নামাজ, রোজা, হজ্জ-ই দ্বীন নয়, মাত্র দ্বীনেরই অংশ ক’টি,
এভাবেই দ্বীনের রন্দ্রে-রন্দ্রে অংশ কত দেখনা ভাই খুঁটি খুঁটি।

মানলে মানো, না মানলে নাই, ক্ষতি নেই মোদের তাতে,
বিরোধিতা করার আগে মিলাও নবীর তেইশ বছরের সাথে।
তবে কেন ভয়, এত সংশয়, কর অযথাই এতো অবহেলা
ধর্ম নিয়ে এতো বরাবাড়ি, কেন খেল ভাই সুবিধা মত খেলা।

এসো ভুলি ভেদা-ভেদ, যত বিভেদ, উৎসর্গ করি এই প্রাণ,
দ্বীনের লাগি, উঠ ভাই জাগি, সাজাও জেহাদের ময়দান।

জেহাদের কথা বললে কেন তোমাদের এত ভয়,
জেহাদ তো কোন জুলুম কিংবা, সন্ত্রাসের নাম নয়।
জেহাদ কুরানের পাতায় পাতায়, রাসুলের জীবন ভরে,
জেহাদ ছিল যত সাহাবা, তাবে তাবেইনদের অন্তরে।
জেহাদ ছিল, জেহাদ আছে, জেহাদ থাকবেই,
জেহাদের মাঝেই আল্লাহ্‌ তায়ালা ইসলাম রাখবেই।

০৯/০১/২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।