পারিনা তা-না
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

তোমরা কর-
তোমরা গড়,
অন্যায় ত্রাস-
জুলুম সন্ত্রাস,
মিথ্যে অপবাদ
মৃত্যুর ফাঁদ
চালাকি চালবাজি
ছলনায় ফাজি
মদ জুয়া নেশা
হারাম ব্যবসা
অবৈধ কারবার
অবাধে যৌনাচার
এই তব ধর্ম
ভাব মোরা অকর্ম
কিছুই বুঝিনা,
কিছুই জানিনা।

পারিনা যে, তানা-
পারি কিন্তু, করিনা,

জানো কি কারণ?
কুরআনে বারণ-
তাই শুধু তাই না
অর্জিতে চাইনা
ইহকালে দুর্নাম
পরকালে জাহান্নাম।।

সময়:১০/০১/২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।