মৃত্যুর থাবা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
মৃত্যু তোমায় করছে তাড়া প্রতিদিন প্রতিক্ষণ,
শিয়রে নিষ্ঠুর মৃত্যু জরা, কিসে ডুবো হে মন।
সে সর্বদা হাঁকিয়ে বেড়ায় আমার পিছু পিছু,
হঠাৎ যে সে প্রাণ কাড়িবে, বুঝার আগে কিছু।
পরে রবে এই নিথর দেহ, সাধের বাড়ী ঘর,
মাতা-পিতা,ভাই-বন্দুরা সব, হয়ে যাবে পর।
আঁধার ঘরে দাফনের লাগি, সবাই হবে অস্থির,
হয়তো খানিক মায়ার তরে, কারো লোচনে নীর।
ফুরাবে যত কামনার মোহ, লোভ লালসার ঘর,
থেমে যাবে রঙ-তামাসা, সাথী অন্ধকার কবর।
প্রেম-কামনা, স্বপ্ন-আশা, পরে রবে পথে পথে,
যতই করো চিন্তা ফিকির, বাঁচবে না কোন মতে।।
১০-০১-২০১৭ ঈসায়ী
বিকাল- ৪ টায়
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।