দ্বীনের দাওয়াত
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

ভালবাসি বলেই বন্ধু তোমায় দিচ্ছি দ্বীনের দাওয়াত,
দয়া করে করনা ভাই একটু কর্ণ পাত।
এই দুনিয়া কিছুই নহে, সবই তো পরকাল,
ক্ষণিকের এ পরীক্ষাগারে হইওনা বেসামাল।
সময়, যৌবন, টাকা-পয়সা যত দুনিয়াদারী,
হিসেব মোদের দিতে হবে পাই পাই করি করি।
আমি আমি করছি শুধু,আমিও তো আমার নয়,
আমি শুধু আল্লাহ‌র হুকুম, এইতো পরিচয় ।
কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যেতে হবে,
কেন এলাম, কি করিব, ভাবনা ভাই তবে।
কি করার ছিল, কি করছি, কি করিতে চাই,
আমার কাজে কি আল্লাহ‌ খুশি একটু ভাবো ভাই।।

সময়: ১৩/০১/২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।