মিথ্যে কুহকে
- অনির্বাণ মিত্র চৌধুরী
বোশেখী ঝড়ো হাওয়ার মতো
একরাশ স্নিগ্ধতা নিয়ে তুমি এসেছিলে
দু'চোখে একমুঠো স্বপ্ন ছড়িয়ে
মিথ্যে কুহকে আমায় জড়িয়েছিলে।
আমিও বোকা, অবোধের মতো
অচেতনে পা ফেলেছি সেই নষ্ট ফাঁদে
মরিচিকার মায়ায় প্রমত্ত হয়ে
ব্যথাতুর মন আজও অগোচরে কাঁদে।
কেনোই বা যে এসেছিলে কাছে?
কেনোই বা যে আমায় বেসেছিলে ভালো?
ভালোবাসার রং ছড়াবে বোলে,
নিয়ে এলে অমাবস্যার নিকষ কালো।
কেনো বেঁধেছিলে ঘর এই মনে?
কেনো ছেঁড়া পালে লাগিয়ে দিলে হাওয়া?
অকূলে ভাসিয়ে সরে গেছো দূরে,
হোল না আর তোমাকে হৃদয়ে পাওয়া।
কী কারণ যাও নি তো বোলে
ক্ষমার অযোগ্য ভুলটা কী ছিলো আমার?
অকারণে কারণ খুঁজে ক্লান্ত ভীষণ;
ভুলটা তাই শোধরানো হোল না আর।
সযতনে করেছো অযতন;
অবেলায় দিয়ে গেলে অবজ্ঞা, অবহেলা
নষ্ট ছলনায় পর্যুদস্ত মন;
মন আকাশে আজ ভাসে কষ্ট মেঘের ভেলা।
তবে তাই হোক, যেমনটি তুমি চাও
যেখানেই তুমি থাকো, যেখানেই যাও—
ভালো থেকো,
অনেক ভালো থেকো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।