রাজার পেটে বাচ্চা
- ফয়েজ উল্লাহ রবি

কে যেন এক খবর দিল
রাজা মশাই পোয়াতী,
বাচ্চা যে তার পেটে --
-- আসলে কী সত্যি ?

কি করে যে এমন হলো
জানতে সবাই উৎসুক,
জন্মদিনের এক মাসের
চলবে রে ভাই উৎসব।

এক কান দু’ কান করে
জানলো সারা রাজ্য,
প্রজা সবাই মেতে আছে
নিয়ে ঢোল-বাদ্য।

পাশের রাজ্যের রাজা মশাই
এলো নিয়ে মিঠাই,
রাজার গায়ে লাগলো যেন
লবণেরই ছিটাই।

গুজব কথায় কান দিয়ে যে
রাজ্য ময় গন্ডগোল,
চিন্তায়, উজির নাজীর মন্ত্রী মশাই
কেমনে করবে কন্টোল।

কে দিল গো এমন খবর
খোঁজছে রাজা রাজ্যময়,
পেলে তারে মারবে রাজা
যতক্ষণ না মৃত্যু হয়।

১০ বৈশাখ ১৪২৪ বাংলা
২৩ এপ্রিল ২০১৭ ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।