এমনই এক বাদল ভরা দিনে
- অরুণ কারফা
এমনই এক বাদল ভরা দিনে
চক্ষু যখন অশ্রু ঝরা কোণে
ঢেকে দিতে মনের বিষণ্ণতাকে
পিছন থেকে আমার চোখ দুটোকে
জড়িয়ে ধরে বলতে আমারে তুমি
বলতো দেখি কে হই তোমার আমি।
আমি বলতেম কে আবার তুমি আর
যার সাথে আমার নিতুই কারবার
যে থাকে কোন অচিনপুরে
মনের থেকে অনেক দূরে
বুঝিনে মতি গতি,
আধো ভালবাসায়, আধো আলো ছায়ায়
দেওয়া নেওয়ায় লাভ না হওয়ায়
শুধুই দেখি ক্ষতি।
এমনই এক বাদল দিনে
পিছন থেকে চোখ দুটোকে
আর ধরেনা কেউ জড়িয়ে
আর বলে না গলা কাঁপিয়ে
বলতো দেখি কে হই আমি;
আমিও এতই আশাহত
বলিও না খেয়ে থতমত
চিনতে পেরেছি কাউকে আর
বা কারো সাথে করি কারবার
চাইনা কেউ আসুকও পাশে
জড়িয়ে ধরতে মিথ্যে পাশে
হোকনা তার যাই মতি,
লাভের হিসেব করিনা তাতে
প্রভাত থেকে পরের প্রভাতে
দেখিওনা আখেরে ক্ষতি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।