জাতিস্মর
- ফয়েজ উল্লাহ রবি

মনে করো-
যদি চারশত বছর পর, তোমার-আমার দেখা হয়
যখন ভুলে গেছে পৃথিবী আমাদের পরিচয়।
মুছে গেছে সব স্মৃতি, মানুষ হারিয়েছে জীবনের গতি,
মানবতার নামের যন্ত্রটা অকর্মণ্য, হয়েছে তার ইতি।
গ্রাম বদলে শহর, চারিদিকে শুধু মানুষেরই বহর
এত্তো আলোর মাঝেও, আঁধারে কাটে প্রতিটি প্রহর।
লাগামহীন ঘোড়ার মতো ছুটেছে মানুষ থামবার জো নাই
বলবে সবাই; এতোটুকু সময় যদি অবসরের জন্য খুঁজে পাই।
অলসতায় কাটে শত কর্মঘণ্টা, তবু কাজে মন নাই,
বলতো; এই সব দেখে কি করে আবার বেঁচে যাই ?
গত জন্মের কথা যাইনি তুমি-আমি ভুলে,
মনের কোণে সেই স্মৃতি অমলিন দোলে।
আজ ছাব্বিশ এপ্রিল ষোল-শ-ষোল
মনে রাখবে তো, বল প্রিয় বল।
যদি চারশত বছর পর আবার দেখা হয়
ভাব, এই মিথ্যে নয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।