বৃদ্ধাশ্রম
- ফয়েজ উল্লাহ রবি

এই পৃথিবীর আলো বাতাস
দেখালো তোমায় যে,
সেই অভাগা সন্তান তুমি
ভুলে গেলে পিতা-মাতাকে।
বৃদ্ধাশ্রমের সেই ঘরেতে
জায়গা বড় কম
ছোট্ট বেলা এই জননী,
ফিরিয়ে দিয়েছেন যম।
বৃদ্ধাশ্রম নয় গো কভু
পিতা মাতার ঠিকানা
এই পৃথিবী পর হয়ে যায়
নেই কি তোমার জানা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।