সুখ তুমি কি ?
- ফয়েজ উল্লাহ রবি

আর কতো কাল দুঃখের সাথে
খেলবো লুকোচুরি,
জীবন ভরে শুধুই পেলাম
দুঃখ ভূঁড়ি-ভূঁড়ি।

সুখ যে তুই সোনার হরিণ
ছিলনা তা জানা,
দুঃখ ছাড়া সুখের কাছে
যাওয়া নাকি মানা।

সুখ তোরে খুঁজে ক্লান্ত যে আজ
থাকিস তুই কোন দূরে-
ডাকি তোরে আপন করে
আয়না রে তুই ফিরে।

সকাল-বিকাল-সন্ধ্যা-রাতে
তোরে ডাকি মনে প্রাণে,
শোনিস না কিরে তুই
ডাকি তোরে মিষ্টি মধুর গানে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।