গত জন্মের স্মৃতি
- ফয়েজ উল্লাহ রবি

হয়তো গত জন্মের স্মৃতি সব
ভুলে গেছ তুমি,
আগামী জন্মে কি পাব তোমায়
জানে অন্তযার্মী।
তুমি ঠিকানা খুঁজে নিয়েছ দূরে
কোন সেই গ্রামে,
রাস্তা আমার রোখে দেয় কেন
কোন সেই যমে।
তুমি আকাশ দেখেছ, দেখছ নদী
আমি মোহনায়,
পৃথিবীর বাঁকে থেমে গেছে জীবন
আলোর কামনায়।
যতো কথা গান ছিল যতো কবিতা
সব কি ছিল ভুল,
কোন স্রোতে হারিয়েছে জীবনের
সুন্দর সব ফুল।
ফিরে এসো যেমন আছ তেমন
যা আছে ভাগ্যে লেখা,
বদলে যাওয়া দলে যেও তুমি
দাও প্রিয় দেখা।

১৯ বৈশাখ ১৪২৪
০২ মে ২০১৭


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।