কঙ্কণ বীণা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

কঙ্কণ বীণা মম চিত্তে কৈল অনুরাগের বীজ বপন,
অলীক খোয়াব নিত্য করছে মোরে দহন।
অরি ভেবেহে তিলোত্তমা অঙ্গনা দেখিও না মোরে শমন ভবনের অয়ন
নচেৎ কবোষ্ণ জলে ভাসবে দু নয়ন।
অশুচি ভেবে করো না লাঞ্ছনা আগুন্তক তাই সইতে হবে তোমায় গঞ্জনা।
হে তিলোত্তমা অঙ্গনা আজ অবধি দেখিনি তোমায় চাক্ষুষ তোমাকে দেখার তরে এ মন করছে উসখুস।

25 এপ্রিল


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।