কষ্ট কে ভালবাসি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

আমার কষ্ট খুব জেদী
সব সময় আমায় ভালবাসতে চায়
আমার পাশে থাকতে চায়!
অন্য কাউকে পাশে ঘেষতেই দেয় না
কাউকে আদর করতে দেয় না?
সুখ বারংবার আমার দ্বারে কড়া নারে
একটু ভালবাসার আশে,
আমার সঙ্গ পেতে
কিন্তু কষ্ট আমায় ছেড়ে দেয় না
সুখের পানে চাইতে দেয় না
সুখ কে ভালবাসা দিতেই দেয় না!
কষ্টের কাছে অনেক আর্জি করেছিলাম
যে সুখ কে একটু ভালবাসা ধার দেই
কষ্ট নারাজ
আমি শুধু তোমাকে চাই
তোমিায় ভালবাসতে চাই,
তুমি যদি সুখের কাছ যাও তাহলে
আমার কি হবে
আমি কাকে নিয়ে থাকব?
সুখ তার যৌবন আর আমার
জন্য ধরে রাখতে পারল না
সে এখন অন্যের ঘরণী!
অন্যের সঙ্গে রাত্রি কাটায়
কষ্ট আমার শরীরে লেপ্টে থাকে
সব সময় ভালবাসে,
আমায় আদর করে আমার সর্বাঙ্গ ছুঁয়ে দেয়
আমি কষ্টের ভালবাসার কাছে হেরে গেছি
তাই আমি কষ্ট কে ভালবাসি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।