বৈরাগী আর বোষ্টমী
- ফয়েজ উল্লাহ রবি
চেয়েছিলাম মেঘ, বৃষ্টি পেলাম
চেয়ে ভালবাসা দুঃখই নিলাম।
চেয়েছি তোমায় কাছে পেতে
সেই তুমি দূরে সরিয়ে দিলে।
ভালবাসার অপর নাম যে ঘৃণা
দুঃখের পরে সুখ-
হাসির পরে কান্না ছিলনাতো জানা।
জানলে পরে যেতাম নারে
ভালবাসার খুঁজে হাতাম না বৈরাগী।
এতো কাছে এসে যাবে যদি দূরে
তবে কেন এলে কাছে-
ভালবাসার বিনিময়ে কি যাব মরে।
যাবেই যদি ভুলে তবে কেন
আমার তরে তুমি হলে বোষ্টমী।
২৭.০৬.২০০০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।