বিদায় লগ্ন
- ফয়েজ উল্লাহ রবি

যেমন করে
দিন হারায় সূর্যকে
রাত হারায় চাঁদটাকে,
হারায় ফুল ঘ্রাণ ঝরে পরে
পাখি হারায় গান তন্দ্রার ঘোরে
তেমন করে আমিও হারিয়েছি তোমাকে।
ভালবেসে থাকবে কাছে করবেনা কভু পর,
আমায় ছাড়া বুঝনা কিছু বাঁধবে ভালবাসার ঘর।
কি করে পারলে এভাবে ভুলতে আমায় একা করে।
আজন্মকাল থাকবে আমার হবে না আর কারো
আমি ছাড়া পৃথিবীতে আর আপন নেই কেউ,
একাল ওকাল দু’কালেরই আমি স্বজন
ভুলে যাওয়া দিনে, ভুলে গেলে সেও।
তবে; আজ তুমি অন্য কারও
অন্য একজনের আপন।
আমায় করে পর
বাঁধলে ঘর।

০৭.০৭.১৯৯৯


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।