ঐক্যর দফা
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
গাহি ঐক্যর গান-
কে আছো তাকওয়াবান ?
তুমি আমি আগে এক হয়ে যাই
নাহি রাখো ব্যবধান।
ঐক্যর ভিত্তি কি জানো ?
আগে তাকওয়া আনো।
হও মুসলমান হও,
কুরআন বুকে পেতে লও।
আদেশেরে মান্য করি
নিষেধেরে করি ভয়,
মুমিন মোত্তাকি বিনে
ঐক্য কখনো নয়।
স্ব-স্ব যত মত পথ ছাড়ি,
এসো এক আল্লাহর পথে,
মতানৈক্য দেখা দিলে,
মিলাও কুরআন হাদীসের সাথে।
কুরআন হাদীস ছাড়া
হবে হবেই পথ হারা ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।