অগ্রাধিকার
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
নারী তুমি জননী জাতি, তাই চরণে স্বর্গ যাচি,
বোন তুমি মোর ভালোবাসা, শত মমতায় বাঁচি।
স্ত্রী তোমায় করিলাম গ্রহন, শ্রেষ্ঠ বন্দু রূপে,
কন্যা তুমি হৃদয় রাজ্য, গ্রাসিয়াছ চুপে-চুপে।
জন্ম থেকেই আছি নারী,তোমার কাছেই ঋণী,
যত মায়া, প্রেম-ভালবাসায়, নিয়াছ আমায় কিনি।
তাই শ্রদ্ধা আর স্নেহ ভরে, দিলাম অগ্রাধিকার,
তবে কোন ভুলে আজ দাবী তোল সমঅধিকার।
কেন নারী ভুলের বশে, কমাও নিজেই নিজের মান,
আমিতো আমার পিতা হতেও, করি তোমায় সম্মান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।