আরাধনা-৫
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
আকাশের মতোই উদার করো আমার এ হৃদয়,
জমিনের মত ধৈর্য দাও, যেন সব বেদনা সয়।
বাতাসের মত প্রেম দাও, ভুবনে বিলাতে মায়া,
সূর্যের মত সাহস দাও, ঘুচাতে আঁধার ছায়া।
পানির মত নম্র কর, দাও সরল পথে চলিবার,
পাহাড়ের মত স্থীর কর, সত্য যা তাই বলিবার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।