আরাধনা-৬
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
আমায় তুমি ক্ষমা করো, ক্ষমা করো হে প্রভু,
না হই যেন কারো বোঝা, কষ্টের কারণ কভু।
নম্র করো হে আমার মেজাজ, শালীন আচরণ,
চলা ফেরা লেনদেনে, কারো যেন, না ভাঙ্গে মন।
গচ্ছিত রাখিতে দাও, যত জনার যত আমানত,
শত ভুল-ভ্রান্তিতে দেখাও, তোমার সরল পথ।
দুঃখ-অভাব, বিপদ মাঝে, না হারাই যেন দিশা,
দেখাও সে পথ, যে পথে তুমি, আছো দিবা-নিশা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।