আরাধনা-৭
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
করেছি জুলুম আমি, আমার নফস প্রতি,
নিজেই নিজের করেছি চরম অপূর্ণ ক্ষতি।
আজ আর নেই উপায়, নেই বাঁচার পথ,
ক্ষমা করো হে প্রভু, ভাঙ্গ শয়তানের শপথ।
সমুদ্র ফেনা সম, আমার পাপ অগনন,
যত বৃক্ষ পাতা, যত ফোটা বৃষ্টি বরশন।
করেছি যতই পাপ, তবু আছে তার সীমা,
জানি তোমার দয়ার, নাই কোন পরিসীমা।
তুমি শ্রেষ্ঠ দয়াময়, তোমার করুনা অপার,
তুমি বিনে বল কোথায় যাবে এ গোনাহগার।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।