আরাধনা-৮
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন

আমি অবাধ্য বান্দা তোমার, আমি নাফরমান,
তবু তোমার কত নেয়ামত করাচ্ছ ভোগ-পান।
এক মুহূর্ত করনি বঞ্ছিত, তোমার রহমত থেকে,
করিছ করুনা, অগাধ অগনন, দিচ্ছ ডেকে ডেকে।
তোমার শঙ্কা-নিষেধ ভুলে গিয়ে, করেছি শুধুই পাপ,
তওবা করি, হে দয়াময়, তুমি আমায় করে দাও মাপ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।