আরাধনা-৯
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
ক্ষমা করো হে দয়াময়-
যাদের আদৌ আছে প্রাণ,
ক্ষমা করে দাও হে প্রভু-
যাহারা হয়েছে মহাপ্রয়াণ।
যারা আদৌ আছি বেঁচে-
দাও মোদের নেক হায়াত,
যত জন হইয়াছে গত-
তাদের দাও জান্নাত।
ক্ষমা করে দাও হে প্রভু
আমরা যারা গোনাহগার,
ছোট-বড়,জানা-অজানা-
যত পাপের পাহাড়।
নসীব করো জীবনে মোদের
শুদ্ধ-শুচি ঈমান,
নাফরমানী থেকে রক্ষা করো
করো পরিপূর্ণ মুসলমান।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।